বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার

বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার--এই বিষয়ে আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি কাতারের মানচিত্র কেমন কাতার কত বর্গ কিলোমিটার বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে কাতার কোন কোন মহাদেশ অবস্থিত কাতারের অবস্থান এবং আয়তন কত কাতারের মোট জনসংখ্যা কত এবং নারীর সংখ্যা কতটি আমরা বিস্তারিত জানি। 


বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কম নয় বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব 3951 কিলোমিটার।


 বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে

বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অর্থাৎ ঢাকা থেকে কাতারের দোহা পর্যন্ত ফ্লাইটের সময় লাগে 5 ঘন্টা 23 মিনিট এটি একটি বাণিজ্যিক বিমান এর জন্য 500 মাইল প্রতি ঘন্টা বেগে চলবে যা 805 কিলোমিটার পার ঘন্টা বা 434 নটিয়াল এর সমতুল্য। 

এখানে বিমানের ওরা শুরু থেকে বিমান চেকআপ করা পর্যন্ত সেই সময়কে নির্ণয় করা হয়েছে 5 ঘন্টা 30 মিনিট অর্থাৎ সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে আপনি কাতার পৌঁছে যেতে পারবেন। 

কাতার কত বর্গ কিলোমিটার

আমরা অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ঘাটাঘাটি করে থাকি যে কাতার আসলে কত বড় বর্তমানে ফিফা বিশ্বকাপ 2022 কাতার অনুষ্ঠিত হচ্ছে তাই কাতার সম্পর্কে আমাদের জানার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে তাই আমরা এই পোস্টে আলোচনা করব কাতার আসলে কত বড় এবং কাতারের আয়তন কত। 

কাতারের আয়তন 11500 71 বর্গকিলোমিটার অর্থাৎ খুবই স্বল্প আয়তনের একটি দেশ হচ্ছে কাতার। 



কাতার কোন মহাদেশে অবস্থিত

কাতার মূলত পারস্য উপসাগরের একটি দেশ এবং কাতার আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে একটু প্রসারিত হয়ে কাতার উপদ্বীপে অবস্থিত কাতারের দক্ষিণ দিকে রয়েছে সৌদি আরব এবং কাতারের পশ্চিম দিকে রয়েছে দ্বীপরাষ্ট্র বাহারাইন। 

আরব মহাদেশের মতো এখানেও একটি উত্তপ্ত এবং শুষ্ক মরু এলাকা এখানে কোন জলাশয় নেই এবং প্রাণী উদ্ভিদের সংখ্যাও অনেক কম বেশিরভাগ লোক শহরের রাজধানী রয়েছে শহরে বাস করে এই রাজধানীতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে অর্থাৎ প্রাকৃতিক সম্পদের কারণে কাতারের রাজধানী অর্থনৈতিক সমৃদ্ধশালি। 


কাতারের মোট জনসংখ্যা কত

ধরনের প্রবাসী তারা বিভিন্ন কারণের জন্য সেখানে বসবাস করে থাকে এবং পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে প্রায় ১৫০ টিরও বেশি লোক সেখানে কাজের সন্ধানে গিয়ে থাকে এবং কাজ করে থাকে কাতারের সরকারি অফিশিয়াল ভাষা হচ্ছে আরবি ভাষা এবং এখানকার প্রায় ৫৬ ভাগ মানুষ আরবি ভাষায় কথা বলে এবং প্রায় এক-চতুর্থাংশ চার ভাগের এক ভাগ কথা বলে থাকে এবং বাকি যে ভাষা গুলো ব্যবহার করে তারা হচ্ছে ভারত উপমহাদেশের এবং ফিলিস্তিন দ্বীপপুঞ্জের ভাষা রয়েছে ভাষাগুলো ব্যবহার করে থাকে। 

প্রিয় পাঠক আশাকরি কাতার সম্পর্কে আপনাদের একটা ধারণা সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার সে সম্পর্কে একটি ধারণা পেয়েছেন এবং কাতার সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের অজানা ছিল সেটি আলোচনা করা হয়েছে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url