আর্জেন্টিনার আয়তন কত

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র এবং আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েনোস আইরেস আর্জেন্টিনা দেশ দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। এবং আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের মধ্যে ৮ তম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। 


তাই যেহেতু আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত তাই অনেকেই আর্জেন্টিনার আয়তন কতো এই সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন আমাদের আজকের আর্টিকেলটি আর্জেন্টিনার আয়তন সম্পর্কে এবং আর্জেন্টিনার ভৌগলিক অবস্থান সম্পর্কে আলোচনা করা হবে। 



আর্জেন্টিনার আয়তন কত

আর্জেন্টিনার আয়তন ২৭ কোটি ৮০ লক্ষ ৪০০ বর্গ কিলোমিটার এবং এই দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের সবটুকু জুড়ে অবস্থিত। পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করে এবং আর্জেন্টিনার পাশে অবস্থিত আর্জেন্টিনার উত্তর এবং প্যারাগুয়ে অবস্থিত, উত্তর পূর্বে ব্রাজিল দেশটি অবস্থিত এবং আর্জেন্টিনার পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত, সব মিলিয়ে দেশটির স্থল সীমান্তের দৈর্ঘ্য 9370 কিলোমিটার। 

আর্জেন্টিনার ভাষা কি

আর্জেন্টিনার রাষ্ট্রীয় ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা অর্থাৎ আর্জেন্টিনার অধিবাসীরা স্প্যানিশ ভাষায় কথা বলে থাকে আধুনিক আর্জেন্টিনার ইতিহাস ১৬ শতকে কোম্পানির উপনিবেশীকরন এর মাধ্যমে সূচনা করা হয় ১৭৭৬ সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে একটি রাজ্য প্রতিষ্ঠিত হয় এই রাজ্যের নাম লীলা পরবর্তীতে এই অপরাধের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 

আর্জেন্টিনার জনসংখ্যা কত

২০১০ সালের আদমশুমারি অনুযায়ী আর্জেন্টিনার জনসংখ্যা ৪০ কোটি ১১ লক্ষ ৬০ হাজার ৯৬ জন মোট জনসংখ্যা দক্ষিণ আমেরিকার তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে এবং সারা বিশ্বব্যাপী ৩৩ তম অবস্থানে রয়েছে। 

আর্জেন্টিনার কোন ধর্মের লোক বাস করে

আর্জেন্টিনায় মূলত খ্রিস্টান ধর্মের দেশ আর্জেন্টিনার ৯১ শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এবং ২% মানুষ মুসলমান এবং ৪% মানুষ হিন্দু এবং বাকি অন্যান্য ধর্মের লোক বসবাস করে। 

আর্জেন্টিনার মুদ্রার নাম কি

আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে Argentine Peso.

আমাদের আজকের আর্টিকেলে আর্জেন্টিনা দেশটির আয়তন সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়াও আর্জেন্টিনা দেশের ভৌগলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 


আমাদের অন্য ওয়েবসাইট


আমাদের অন্য আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক প্রবেশ করানো হলো সেখানে ঢুকিয়ে আপনি স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের টিপস পেয়ে যাবেন
Next Post Previous Post
2 Comments
  • Takezakariakhan.com
    Takezakariakhan.com December 30, 2022 at 11:51 AM

    notir beta tor gusti cudi

    mather cud


  • Takezakariakhan.com
    Takezakariakhan.com December 30, 2022 at 11:52 AM

    mathercud

Add Comment
comment url