এসএসএসি পরিক্ষার রেজাল্ট ২০২৫ SSC Result 2025
এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম - অনেকেই আছেন যারা পূর্বে এসএসসি পরিক্ষা দিয়েছেন। রেজাল্ট এর সময় কিভাবে নিজের রেজাল্ট নিজেই চেক করবেন সে সম্পর্কে কিছু জানেন না। এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখা অনেক বেশী সহজ। আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে আপনার নিজের ও কাছের মানুষের রেজাল্ট দেখে নিতে পারবেন।
প্রিয় পাঠকগণ, আমরা আমাদের আজকের আর্টিকেলে জানাবো কিভাবে আপনারা এসএসএসি ও ভোকেসনাল এর রেজাল্ট আপনার ফোনের মাধ্যমে জানবেন। মার্কশিট সহ এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পুরো পোষ্ট টি আপনার জন্য অনেক বেশী সহায়তা করবে।
এসএসএসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি পরিক্ষার রেজাল্ট আপনি দুই ভাবে দেখতে পারবেন। ১| অনলাইনের মাধ্যমে ও ২| মোয়াইল এর এসএমএস এর মাধ্যমে। দুই ভাবেই রেজাল্ট দেখার নিয়ম গুলো বিস্তারিত নিচে দিয়ে দিলামঃ-
অনলাইন এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে এডুকেশন বোর্ড এর মাধ্যমে আপনারা সহজেই মার্কশিটসহ কারে রেজাল্ট দেখে নিতে পারবেন। নিচের ধাপ গুলো অনুযায়ী সহজেই রেজাল্ট দেখে নিতে পারবেন-
১- প্রথমে রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ এডুকেশন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে। (http://www.educationboardresults.gov.bd/) অথবা এখানে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। এর পরে নিচের মত একটি ওয়েবপেজ দেখতে পাবেন।
অন্যন্যা সাইট eboardresults.com এখানে ক্লিক করে
২- এর পরে পাশের দেয়া তথ্য অনুযায়ী ফর্ম টি পূরণ করতে হবে -
Examination: এখানে আপনাকে SSC সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ভোকাসেনাল হয়ে থাকেন তাহলে SSC (Vocational) সিলেক্ট করতে হবে।
Year: এখানে আপনি আপনার শিক্ষাবর্ষের বছর টি উল্লেখ্য করে দিবেন।
Board: আপনি কোন বোর্ড এর মধ্যে পরিক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিতে হবে।
Roll: এখানে আপনার পরিক্ষার রোল নাম্বার টি লিখতে হবে।
Reg No: এই অপশনে আপনার পরিক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার টি লিখতে হবে।
এর পরে আপনাকে ছোট্র একটি ক্যাপচা থাকবে। সেটা সঠিক দিতে হবে। যেমনঃ 6+7 যদি থাকে তাহলে (6+6) হয় (12) এভাবে সঠিক টি করে দিতে হবে। এর পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন মার্কশিটসহ।
মেসেজ এর মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আপনার কাছে যদি কোনো প্রকার স্মার্টফোন না থাকে তাহলে আপনি রেজাল্ট কিভাবে দেখবেন? আপনি আপনার ফিচার ফোনের মাধ্যমেও সহজেই রেজাল্ট দেখে নিতে পারবেন। এর জন্য আপনার ফোনের ব্যালেন্স থেকে ২৳ টাকা ভ্যাট প্রযোজ্য হবে।
আপনার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে - SSC (Space) Board Name ( Space) Roll Number (Space) Year সেন্ড করতে হবে 16222 নাম্বারে৷
উদাহরণস্বরুপঃ SSC DHA 52682 2025
ফিরতি মেসেজে আপনার নাম ও রেজাল্ট সহ জানিয়ে দেয়া হবে।
পরিশেষে বলা যায় যে, বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইট এবং এসএমএস মাধ্যম ব্যবহার করা হয়েছে। এই দুটি মাধ্যম থেকে আপনারা বোর্ড পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। যেকোনো সালের বোর্ডের রেজাল্ট দেখতে একই ভাবে দেখতে পারবেন।