Notification For You Contact Us Get It Now!

বাংলায় ব্লগিং করে অনলাইন ইনকাম

বাংলায় ব্লগিং করে অনলাইন ইনকাম
Montu Das

 বাংলায় ব্লগিং করে অনলাইন ইনকাম করা যায়। আজ কাল প্রযুক্তির যুগ বলে সহজে ইনকাম করা যাচ্ছে। বাংলা আর্টিকেল লিখে আয় করা যায়। বাংলা আর্টিকেল লিখে কিভাবে আয় করা যায় বা কিভাবে শুরু করবেন তা নিয়ে এই ব্লগে থাকছে বিস্তারিত আলোচনা। 

online Income
ব্লগ কি? অনলাইন ইনকাম করার উপায় 
ব্লগ লিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম  করবেন? 
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ইনকাম 
ব্লগ রাইটিং বিক্রি করে অনলাইন থেকে ইনকাম 
ভিডিও ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম 
অনলাইন থেকে ইনকাম করার মাধ্যম ইউটিউব ব্লগিং
অনলাইনের মাধ্যমে ফেসবুক ব্লগিং 

ব্লগ হচ্ছে নিজের  মতামত উপস্থাপন করা। বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে যেমন স্বাস্থ্য বিষয়ক ব্লগ, তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্লগ এবং লেখাপড়া বিষয়ক ব্লগ ইত্যাদি।  আরো বিভিন্ন ধরনের ব্লক রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ব্লগ, অনলাইন ইনকাম বিষয়ক ব্লগ, ব্যবসায়ী ব্লগ, লাইফ স্টাইল বিষয়ক ব্লগ, ইতিহাস বিষয়ক ব্লগ,  চাকরি বিষয়ক ব্লগ এবং গল্প বিষয়ক ব্লগ। 

১)ওয়েবসাইটের মাধ্যমে আয়। 

২)আপনার ব্লগ রাইটিং বিক্রি করে। 

অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকতে হবে এবং এডসেন্সের মাধ্যমে অনলাইন থেকে আয়  হবে। 

অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি বিভিন্ন  ধরনের আর্টিকেল লিখে বিক্রি করতে পারেন। কনটেন্ট রাইটার নামে বিভিন্ন ধরনের ফেইসবুক গ্রুপ রয়েছে সে গ্রুপ গুলোতে আপনি আর্টিকেল বিক্রি করতে পারেন বিভিন্ন  ক্লায়েন্টের কাছে।  প্রত্যেকটা আর্টিকেলের বিক্রি করতে  পারবেন ৩০০-৪০০ টাকা।

১)ইউটিউব ব্লগিং 

২)ফেসবুক ব্লগিং 

ভিন্ন ধরনের ফান ভিডিও তৈরি করে ইউটিউবে ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় । ভ্রমণ বিষয়ক ভিডিও,  রান্না বিষয়ক ভিডিও, পড়ালেখা বিষয়ক ভিডিও, টেকনোলজি রিলেটেড ভিডিও ইত্যাদি ভিডিও আপলোড় দিয়ে অনলাইন থেক ইনকাম করা যায়।  শুধু ভিডিও আপলোড দিলে হবেনা আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন থাকতে হবে। 

ইউটিউব ব্লগিং এবং ফেসবুক ব্লগিং  আপনি একসাথে করতে পারেন। ইউটিউবে আপলোডকৃত ভিডিও আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। মনিটাইজেশন মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা যায়। 

একজন ফুলটাইম ব্লগার প্রতি বছর গড়ে ১ লক্ষ হতে ৫০ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারে শুধু প্রতি সপ্তাহে ২০ হতে ২৮ ঘন্টা দিয়ে।


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.