Notification For You Contact Us Get It Now!

বিসিএস কি এবং কেন

বিসিএস কি এবং কেন
Montu Das

 
what is bcs exam

বিসিএস কি? 

বাংলাদেশ সিভিল সার্ভিস ( সংক্ষিপ্তরূপ বিসিএস নামে সর্বাধিক পরিচিত) 

বিসিএস এর প্রাক্তন নাম কি? বিসিএস কোথায় থেকে উদ্ভব হয়েছে? 

বিসিএস এর প্রাক্তন নাম সেন্ট্রাল সুপারিয়র সার্ভিস অফ পাকিস্তান ,  যা ব্রিটিশ উত্তরসূরি ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে উদ্ভব হয়েছে। 

বাংলাদেশের বিসিএস এর মূলনীতি ও পরিচালনা পরিষদ কে?

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  

বিসিএস এর ক্যাডার সংখ্যা কয়টি? 

বিসিএস এর ক্যাডার সংখ্যা ২৬ টি 

কে বি সি এস কে আইন দ্বারা নবজাতক দেশের জন্য ১৯৭১ সালে প্রণয়ন করেন? 

রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 

২০১৮ সালের ১৩ ই নভেম্বর পিএসসির সুপারিশ ক্রমে কোন ক্যাডার   কে একীভূত  করে গেজেট প্রকাশ করা হয়?

ইকোনমিক ক্যাডার কে জনপ্রশাসনের একীভূত  করা হয়

বিসিএস ক্যাডার ২৭ টি কে কমিয়ে কয়টি করা হয়? 

২৬ টি

বাংলাদেশ বিসিএস ক্যাডারের সংখ্যা কত? 

১৪ টি সাধারণ ক্যাডার ১২টি পেশাগত বা কারিগরি সর্বমোট ২৬ টি। 

সাধারণ ক্যাডারের এর নাম (১৪ টি সাধারণ ক্যাডার) 

  • বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন )
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস( নিরীক্ষা ও হিসাব) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস  (পুলিশ) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস ( রেলওয়ে পরিবহন ও বানিজ্য ) 
  •  বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (বানিজ্য) 
  • বাংলাদেশ সিভিল সার্ভিস ( ইকোনমিক) বর্তমানে বিলুপ্ত) 

প্রফেশনাল ক্যাডার এর নাম ( ক্যাডার সংখ্যা ১২ টি) 

  • বিসিএস (সড়ক ও জনপদ) 
  • বিসিএস (গণপূর্ত) 
  • বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল) 
  • বিসিএস (বন)
  • বিসিএস (স্বাস্থ্য) 
  • বিসিএস (রেলওয়ে প্রকৌশল) 
  • বিসিএস (পশু সম্পদ)
  • বিসিএস (মৎস্য) 
  • বিসিএস (পরিসংখ্যান) 
  • বিসিএস (কারিগরি শিক্ষা) 
  • বিসিএস (কৃষি) 
  • বিসিএস (সাধারণ শিক্ষা) 

পরিশেষে বলা যাচ্ছে যে আপনারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছেন। বিসিএস প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করতে হয় 


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.