Notification For You Contact Us Get It Now!

এনআইডি: জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল হলে যেভাবে সংশোধন করবেন

Montu Das

এন আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস।  অনেক সময় দেখা যায় এন আইডি কার্ড হাতে পাওয়ার পরে নাম জনিত অনেক ভুল রয়ে যায়।  হতে পারে সেটা বাবা,মা বা নিজের নাম ভুলভাবে লিপিবদ্ধ হওয়া।  এজন্য ভোটার আইডি কার্ড যদি সঠিক ভাবে সম্পাদনা না করেন তাহলে সেটা দিয়ে কোনো প্রকার কাজ আপনি করতে পারবেন না।  

এন আই ডি সংশোধন

প্রিয় পাঠক, আমাদের আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে এন আইডি বা ভোটার আইডি কার্ড সংশোধণ কর‍তে হয়।  অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম ও ভোটার আইডি কার্ড সংশোধণ করার জন্য প্রয়োজনীয় কি কি কাগজ পত্র এর প্রয়োজন হবে ইত্যাদি বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো। 

এন আই ডি সংশোধন

এন আইডি কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনাকে সেটা সংশোধন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র,  নির্ধারিত ফি ও ফর্ম পূরন করতে হবে। এন আইডি সংশোধণ আপনি ২ ভাবে করতে পারবেন।  আপনি আপনার ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে ও অনলাইন আবেদন এর মাধ্যমে।  ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে করতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরন করে অনলাইনের মাধ্যমে ফি প্রদান করতে হবে।  


নিম্নোক্ত ফর্মের মত আপনাকে একটি ফর্ম দেয়া হবে।  যেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। 



ভোটার আইডি কার্ড অনলাইনে সংশোধন করতে চাইলে এখানে ক্লিক করে রেজিষ্টেশন করে নিতে হবে। রেজিষ্টেশন শেষে নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে লগ ইন করে এন আইডি কার্ড রি-ইশ্যু এর জন্য আবেদন করতে পারবেন।  


ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে


ভোটার আইডি কার্ড সংশোধন এর আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে প্রদান করতে হবে।  এ ক্ষেত্রে বিভিন্ন নামের জন্য আলাদা আলাদা কাগজপত্র দাখিল কর‍তে হবে।  নিম্নে কি কি লাগবে তা বিস্তারিত দিয়ে দিলাম- 

নিজের নাম সংশোধন কর‍তে যা যা লাগবে

ভোটার আইডি কার্ডে যদি আপনার নাম ভূল আসে তাহলে আবেদন এর সাথে নিম্মোক্ত কাগজপত্র প্রয়োজন হবে। 


  • অনলাইন জন্মনিবন্ধন এর সনদ 
  • পিএসসি, জেএসসি, এস এস সি,  পাসপোর্ট,  ড্রাইভিং লাইসেন্স, 
  • চাকুরী করলে অফিস প্রধান এর প্রত্যয়ন পত্র। এর মধ্যে যে কোনো একটি সনদ।

ভোটার আইডি কার্ডে পিতা-মাতার নাম সংশোধন করতে যা লাগবে


পিতা বা মাতার নাম এন আইডি কার্ড সংশোধন এর জন্য নিম্নে দেয়া কাগজপত্র গুলো লাগবে। 


  1. এসএসসি, এইচএসসি সনদ অনলাইন জন্মনিবন্ধন 
  2. অথবা পাসপোর্ট,  ড্রাইভিং লাইসেন্স।  
  3. পিতা-মাতার এন আইডি কার্ড পিতা-মাতার জন্মসনদ ভাই বোনের এন আইডি কার্ড 
  4. পিতা-মাতার ওয়ারিশগনের এন আইডি কার্ড। 

এন আইডি কার্ডের জন্মতারিখ সংশোধণ করতে যা লাগবে 


অনেকের মাঝেই দেখা যায় এন আইডি কার্ডের মধ্যে জন্মতারিখটি ভুল ভাবে আসে এ ক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে - 

  • এসএসসি,  এইচএসসি বা সমমানের যে কোনো একটি সনদ
  • পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স 
  • জন্মনিবন্ধন 

এন আইডি সংশোধন এর ফি কত 

এন আইডি সংশোধণ করার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে।  তবে প্রথম বার যদি সংশোধণ করেন তাহলে নির্ধারণ করা ফি দিতে হবে।  দ্বিতীয় বার করলে তার চেয়ে বেশী ফি দিতে হবে।  নিচে এন আইডি সংশোধণ এর ফি এর তালিকা দেয়া হলো - 


  • পিতা-মাতা, স্ত্রী নাম সংশোধণ ফি প্রথম বার ২৩০ টাকা ও দ্বিতীয়বার ৩০০ টাকা। 
  • স্বামি/ স্ত্রী নাম বাদ দিতে বা যুক্ত করতে নির্ধারিত ফি ২৩০ টাকা। 
  • স্বাক্ষর,  রক্তের গ্রুপ সংশোধন করতে নির্ধারিত ফি ২৩০ টাকা।  
  • রিইশ্যু ফি ৩৪৫ টাকা। জরুরি ভাবে করলে ৫৭৫ টাকা। 


অনলাইনে এন আইডি সংশোধন যেভাবে করবেন

অনলাইনে এন আইডি সংশোধণ এর জন্য আপনাকে জাতীয় নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে৷  এখানে ক্লিক করে লগ ইন করে নিন। 


এখানে,  আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার,  পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে লগ ইন করার পর আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পারবেন।  



এখান, আপনি দেখতে পাবেন ব্যাক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা।  এর পরে আপনি যে তথ্য টি গুলোকে নতুন ভাবে সংশোধন করতে সেখানে ক্লিক করে দিন।  তথ্য গুলো ভালোভাবে লিখে দিন৷  


তথ্য সংশোধন এর জন্য প্রমান পত্রের যে কাগজপত্র গুলো প্রয়োজন সেগুলো পূর্বে থেকেই ছবি করে / স্কান করে ডিভাইসে রেখে দিন।  তথ্য গুলো সঠিক ভাবে দেয়ার পরে আপনাকে ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে হবে।  অনলাইনে এন আইডি সংশোধন এর জন্য নির্ধারিত ফি বিকাশ, রকেট মাধ্যমে দিতে পারবেন।  

ফি দেয়া হয়ে গেলে সব শেষে আপনার সংশোধণ এর একটি আবেদন  ফর্ম এর লিংক পাবেন সেটা ডাউনলোড করেন।  পরবর্তী সময়ে যখন ইউনিয়ন পরিষদ কতৃক সংশোধণ কৃত এন আইডি কার্ড আনবেন তখন এটি প্রয়োজন হবে।  

এন আইডি সংশোধন অনলাইনে ফি কিভাবে দিবেন


মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ এর মাধ্যমে আপনি জাতীয় পরিচয় পত্র অনলাইন সংশোধণ এর ফি দিতে পারবেন। বিকাশ এর মাধ্যমে যেভাবে এন আইডি সংশোধন এর ফি দিবেন- 


  • প্রথম বিকাশের এপ এ ঢুকতে হবে। 
  • এর পরে পে বিল এ ঢুকতে হবে। 
  • এর পরে  NID service ঢুকতে হবে 
  • এর পরে আপনার এন আইডি নাম্বার ও ধরণ থেকে  Nid info correction সিলেক্ট করে দিন। 

 

এবার নির্ধারিত ফি অটোমেটিক কেটে নিয়ে যাবে।  এ ক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলা হবে না।  


ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত সময় লাগে 


অনেকেই জানতে চান যে ভোটার আইডি কার্ড সংশোধন এর প্রসেস শেষ হতে কত দিন লাগে।  সাধারণত ১৫/২৫ দিনের মধ্যে আপনার সংশোধন করা এন আইডি কার্ড হাতে পেয়ে যাবেন।  আপনি যদি নির্ভুল তথ্য ভালো ভাবে দিতে পারেন তবে আরো আগেই পেয়ে যাবেন।  

আমাদের শেষ কথা 


এন আইডি সংশোধন এর জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সবার আগে স্কান কপি বা ভালো ভাবে ছবি তুলে নিন।  সঠিক ভাবে যদি বুঝতে না পারা যায় তাহলে আপনার এন আইডি কারেডের তথ্য হালনাগাদ হতে অনেক বেশী বিলম্ব হতে পারে।  


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.